সাংবাদিক এম এ কোরেশী শেলুর মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক
সাংবাদিক এম এ কোরেশী শেলুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
রাঙ্গুনিয়া প্রেসক্লাবের স্থায়ী সদস্য এম এ কোরেশী শেলু (৫৬) বৃহস্পতিবার রাতে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
তিনি বৃদ্ধা মা, স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
আজ এক শোকবার্তায় তথ্যমন্ত্রী বলেন, এম এ কোরেশী শেলু ছিলেন একজন নিঃস্বার্থ, সৎ ও সাহসী সাংবাদিক।
তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
রাঙ্গুনিয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দও তাদের সহকর্মীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url