ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকের বাসা থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ঢাকা বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রের এক চিকিৎসকের বাসা থেকে শিশু গৃহকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার ভোর চারটার পরপর ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করার কথা জানিয়েছে শাহবাগ থানার পুলিশ।
ওই গৃহকর্মীর নাম ফামেতা আক্তার (১৫)। তার গ্রামের বাড়ি ময়মনসিংহে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ প্রথম আলোকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রের চিকিৎসক জামিল আহমেদের বাসার একটি কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল গৃহকর্মী ফাতেমার মরদেহ। উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ভোর সাড়ে চারটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কীভাবে ফাতেমার মৃত্যু হলো, তা জানার চেষ্টা চলছে উল্লেখ করে পুলিশের এই কর্মকর্তা বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন হাতে আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আরাফাত ইবনে শফিউল্লাহ প্রথম আলোকে বলেন, এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হবে।
ময়নাতদন্তের জন্য ফাতেমার মরদেহ রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url