যাত্রাবাড়ীর একটি অফিসকক্ষ থেকে তরুণ ও কিশোরীর লাশ উদ্ধার

 

রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়া এলাকার একটি অফিসকক্ষ থেকে এক তরুণ ও এক কিশোরীর লাশ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।


একই অফিসকক্ষ থেকে গুরুতর অসুস্থ অবস্থায় এক তরুণকে উদ্ধার করেছে পুলিশ। তাঁকে হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশের ডেমরা অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মধুসূদন দাস প্রথম আলোকে বলেন, আজ শুক্রবার সকাল ১০টার দিকে অফিসকক্ষটি থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। মারা যাওয়া তরুণের বয়স ২০-২১ বছর হতে পারে। মারা যাওয়া কিশোরীর বয়স ১৪-১৫ বছর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আর গুরুতর অসুস্থ তরুণের বয়স ২০-২১ হতে পারে।

তিনজনের কারও নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। তারা বলছে, তিনজনের নাম-পরিচয়সহ বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

পুলিশ কর্মকর্তা মধুসূদন দাস বলেন, আজ সকালে অফিসের লোকজন কক্ষটিতে গিয়ে তিনজনকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে তাঁরা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দেখা যায়, দুজন মারা গেছেন। একজন বেঁচে আছেন। তবে তাঁর জ্ঞান ছিল না।

পুলিশ কর্মকর্তা মধুসূদন দাস বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনজনই নেশাজাতীয় কিছু পান করেছে। তবে এ বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় পুলিশ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

আজকের আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url
ajkerit